এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 19 মে 2015 07:52

রাত্রি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সনেট কবিতা

রাত্রি

নিথর রাত্রি মৌন চুপ; চোখ জুরে
অধর ক্রান্তি। ঝুম-ঝুম বৃষ্টি শেষে
সপ্তক নিশি বুকে মধু চন্দ্রা ভাসে
মূর্ছিত রাত্রে ব্যকুল হৃদয় শিহরণে
অবাধ্য দৃষ্টি মিশে যায় ঐ নয়নে;
হৃদয় স্পন্দনে নক্ষত্রের ঢেউ ভাসে
প্রণয়ে খুন-সুটি হবে প্রেমো অভিলাসে
স্বপ্নের গহিন হৃদে প্রেম উথরে পড়ে ।

অব্যক্ত কথায় ওঠে মৌন ঝংকার
এমন রাত্রে তুমি শুধু থেকো সাথে
অজানা সুখে ছুঁয়ে যাবে বার-বার
কুণ্ঠিত হৃদয়। অনার্বিত শূণ্য হাতে
আসতে চাই ফিরে তবুও প্রতিবার
নিথর রাত্রির মায়াবতী সেই পথে ।

অন্তমিল:
কখখগগঘঘক/কখকখকখ
18/05/15            
            
826 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 19 মে 2015 23:59
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

8 মন্তব্য