এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 19 মে 2015 15:32

শিশির

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ঝরা শিশির ঝরে ঘাসে,
সুর্য্য সেথা মুচকি হাসে।

কচি ঘাসের নরম ডগায়,
সবুজ পাতা খাদ্য জগায়।

মাথার উপর রূপোর টোপর,
ঘাসে সাজে সকাল দুপুর।

নিত্য নিশির প্রসব ব্যথায়,
শিশির ঝরে চোখের পাতায়। 

গা ঝিলমিল শিশির কণা,
লাজুক চোখে ফিরে চা না।

এ তো নয় ঝরা শিশির,
শশী সে যে অমানিশির।            
            
810 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

6 মন্তব্য