শনিবার, 23 মে 2015 23:36

প-এর কবিতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প-এর কবিতা

পরাক্রমশালী প্রজার পরাজয়ে প্রস্থান
প্রকট প্রহরায় পুঞ্জিভূত প্রহসন
প্রমত্ত প্রহরী প্রবহমান প্রমত্তা পদ্মা
পরাভূত পরাংগম পরিবহন পর্যটন।

প্রকট প্রকম্প প্রকর্ষণ প্রকম্পন
পরাধিকার পরাধীন প্ররোক্ষ প্রবঞ্চনা
পরাহ প্রলয়ে প্রকম্পিত প্রকরণ
পূনর্জন্ম প্রহ্লাদ পাওয়া পরমাত্মা।

প্রকোষ্ঠে প্রকোপে প্রশমিত প্রবল 
প্রবল প্রতাপে প্রত্যূষে পলায়ন
প্রস্তাব প্রক্রিয়া প্রসঙ্গ প্রভূত প্রণয়
প্রকৃষ্ট প্রকর্ষণ পর্যঙ্কন পর্যবসান।

প অক্ষর ও প্র পরা উপসর্গ সমন্বিত কবিতা।
অনুপ্রাস প্রয়োগে প্রণীত।            
            
1175 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « নেশা জন্মভুমির মুখ »

6 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক uUmJXkg শুক্রবার, 14 জুলাই 2023 20:30 লিখেছেন uUmJXkg

    5 ampicillin, 1 viagra supplements

  • মন্তব্যের লিঙ্ক সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) রবিবার, 24 মে 2015 22:53 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)

    সকলকেই সমান ভাবে ধন্যবাদ, ভালোবাসা অফুরন্ত, এ সমস্ত কবিতার বেলায়, অবরোহ, আরোহ ও সুন্দর ম্যাসেজ দেয়া যায় না, এখানে কিছু শব্দ যোজনা, শব্দ ব্যঞ্জনা ছাড়া কাব্যিক রূপে রূপায়িত সফল না হলেও নতুন লেখকদের শব্দ ভাণ্ডার দেবার প্রচেষ্টা মাত্র।

  • মন্তব্যের লিঙ্ক সুজন হোসাইন রবিবার, 24 মে 2015 15:56 লিখেছেন সুজন হোসাইন

    জটিল সব শব্দ চয়ন

  • মন্তব্যের লিঙ্ক মোঃ আবু সাইদ সরকার রবিবার, 24 মে 2015 07:35 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার

    শ্রদ্ধেয় সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)ভাই,কবিতাটি পড়লাম,খুব পরিশ্রম পরিলক্ষিত হয়েছে।এজন্য সাধুবাদ না জানিয়ে পারছি না।শ্রদ্ধা রেখে বলছি,এক্ষেত্রে কবিতাটির সর্বশেষ একটি বিষয়বস্তু খুঁজে পেলাম না।এটি এক গুচ্ছ শব্দভাণ্ডার হয়েছে।অর্থাৎ কবিতাটির মুলভাব তৈরি করা গেলো না।আপনার এ প্রচেষ্টা কে সালাম জানাই।

  • মন্তব্যের লিঙ্ক দ্বীপ সরকার রবিবার, 24 মে 2015 06:41 লিখেছেন দ্বীপ সরকার

    আসলেই জটিল।

  • মন্তব্যের লিঙ্ক আনামিয়া রবিবার, 24 মে 2015 01:15 লিখেছেন আনামিয়া

    দারুন । খুব দারুন । সালাম স্যার সালাম ।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.