এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 24 মে 2015 19:02

কোলাব্যাঙ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ব্যাঙার
হোন্ডার
ভোঁ ভোঁ পিকাপে।
চমকায়
দমখায়
ভ্যাবলায় চাকাপে।

খুশিবেশ
শেষমেশ
ব্যাঙার বাপেতে।
লাখ তিন
করে ঋণ
ছেলেটার চাপেতে।

হুড়োহুড়ি
পারাপারি
করে কিনে হোন্ডা।
তেল কিনে
দীনহীনে
বাপে খায় মোন্ডা।

ভাবতার
দেশতার
রোডটাই কিনেছে।
সোন্ডায়
পান্ডায়
বেমালুম চলেছে।

একদিন
আসে নিন
পরে যায় ব্যাঙায়। 
দূরে বসে
হেসে হেসে
কুটি কুটি ছ্যাংগায়।

হায় হায়
শোনা যায়
ডাল খেকো ব্যাঙায়।
জল ছেড়ে
টান মারে
সুখ টান কলক্যায়।

ফেপে ফুলে
ঠ্যাং তুলে
চ্যাং সম হোন্ডায়।
রাস্তায়
বস তায়
চাদা খায় গোন্ডায়।

কলা ব্যাঙ
ঘ্যাঙ ঘ্যাঙ
সারাদিন সারারাত।
ব্যাঙায়
ঠাং খায়
খুকু খায় দুধ ভাত।            
            
720 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য