এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 27 মে 2015 20:12

শ্রাবণ দিনে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শ্রাবণ দিনে



আজি এই অঝর শ্রাবণে
ঘোলা-ঘোলা মেঘ গগণে
কেমনে যাইবে পথ ?
সম্মুখে অনেক বিপদ !
আউস ধানের ক্ষেতে
বাতাস উঠেছে মেতে ।
আকাশে বিদ্যুতের বিজিলিকা
তোমাকে যেতে হবে একা
অতি বর্ষণে দুর্গম পথে
পড়ে কি রবে কদম শাখা ?

আজিকার এমন বরষায়
আলতা দেয় কি কেহ পায়
যদি আজি বৃষ্টি ধারায়
পায়ের রং মুছে যায়
প্রিয়র দ্বারে যাবে কি লজ্জায় ?
এমন দিনে আছে কি বসে ?
আছে কি কোন্ দুয়ার খোলা ?
এমন মধুর বৃষ্টি শেষে
আকাশ যেথা মাঠে মিশে
এমন সময় কেহ এসেছে কি পাশে ?

যদি আজ দ্বীপ জ্বালো সন্ধ্যায়
আলোকিত হবে কি আলয় ?
বাঁশি বাজে যদি দূরে
পাই যদি গাধ সুরে
অঝর শ্রাবণ দ্বারায় ?
যদি বৃষ্টি শুরু হয় আবার
যদি মন ধরে বিশাল আকার
তুমি কি করিবে তখন ?
যেতে তাই হবে এখন !
পথ যদি হয় অসীম আঁধার ।

বুকে যদি ভয় থাকে
আমায় নিবে ডেকে ?
আমি তো ছিলাম বসে
এই পথের শেষে
যেথা বিবাগী পাখি ডাকে ।
কখন নেমে গেছে রাতি
হয়নি এখনো কেহ সাথী
আজি কাউকে দেখেনি দ্বারে
শূণ্য মনে ছিলাম দুয়ারে
পাখিরা করেছে ব্যর্থ সারথী ।

গর্জে উঠেছে ঝড় যতবার
মেঘে ঝরেছে যত বারিধার
বৃষ্টি মধুর দুপুরে
এই পথের ধারে
আমি তো যেতাম শতবার ।
বিদ্যুতের রঙিন শিখার তালে
মন উড়ে যেত মেঘের পালে
দখিন সমীরের টানে
মনের এই বাতায়নে
মুখ লুকাত তোমার আঁচলে ।

আজি তুমি আমি দুজনে
নিরবে প্রেম সুখ ভুবনে
ঘুমিয়ে আছে যে পাখি
দিওনা কভু তারে জাগি
হারাবো দুজন স্বপীল ভুবনে ।
আজি কেন সে তোমার দ্বারে ?
তাহলে কি সে এসেছে ফিরে ?
আজি এ অঝর শ্রাবণে
পড়িলো তোমার মনে
দিয়েছিলে মন যারে ।

16/01/13            
            
838 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য