এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 28 মে 2015 13:56

ঝরা ফুল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ঝরা ফুলের মতোন আমি 
হয়ে যাবো যখন 
অনাদরে রইবো পড়ে 
পথের ধুলোর মতোন 
দেখবেনা কেউ বলবে না কেউ 
কেমন আছি তখন।
 
আসবেনা কেউ কাছে আমার 
বসবেনা কেউ পাশে 
দুরে দুরে থাকবে সবাই 
আমাকে ছেড়ে 
প্রয়োজনের বেশী কিছু 
জানবেনা কেউ তখন। 

করুনার পাত্র হয়ে 
রইবো পড়ে অন্ধকারে
দেখবোনা আর সুখের আলো 
এই জীবনে 
শত কষ্ট বুকে নিয়ে 
কাটবে দিন তখন। 

আমার সম্পদ নিয়ে সবাই 
করবে কাড়াকাড়ি
 ভোগ বিলাসে মত্ত রইবে 
আমায় যাবে ভুলি
দেখবো চেয়ে করুন চোখে
তাদের বাড়াবাড়ি তখন। 

সাধের বিবি, পুত্র,কন্যা 
চলবে তাদের মতোন 
বুঝা হয়ে যাবো আমি 
ভাংগা কুলোর মতোন।
ধুকড়ে ধুকড়ে মরবো যখন
হাসবে সবাই তখন।            
            
1074 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য