শুক্রবার, 13 ফেব্রুয়ারী 2015 17:53

ভেজা সকাল

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                সকালে ওঠা হল, একটু  হাটাও হল
একটু ঘুরে আসা হল,
তবুও মনে হয় আবারো কোথাও যাই ।
কেননা ঘাসের উপর পা রাখাটা,
আলাদা অনুভতি আর কিছুতে পাই নাই ।

থম থমে আকাশ,
মাঝে মাঝে মৃদু বাতাস
যেন গায়ের শক্তিকে নিস্তেজ করে
আবার নতুন কিছু দিয়ে যায় ।

ফুলের বনের ফুল গুলো  যেন মুখ গোমড়া করে আছে
পায়না বলে সূর্যের আলো।
আগের মত খুব ভোরে শিউলী আসেনি
তার রসের হাড়িটি নামাবে বলে ।
টুপ-টুপ করে পড়ছে রস গুলো হাড়ি ফুরে মাটিতে ।

চারদিকে খুব নির্জন,
টিপটিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে
সাথে হাল্কা শীতের ভাব ।
চারদিকে তাকালে দেখা যায় সবুজের সমারোহ
তবে আসেনি এখনো কিষাণ ।
1529 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 14:20
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

9 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.