এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 30 মে 2015 17:02

বসন্ত

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                বসন্ত

আজি এই বসন্তে তোমায় পড়েছে মনে
দেখা হয় না কত দিন সেই দুজনে
উত্তরী বৈরী নিয়েছে বিদায়
কুঁড়ি ফুটেছে নতুন শাখায়
আজি আমি আনমনে ।

আজি ফুটেছে আম্রমকুল আম্রকাঁননে
চারি পাশ মুখরিত পাখির কল তানে
বুজে আসে দু'টি নয়ন
খুলে রেখেছ কি বাতায়ন
উতলা এমন ক্ষণে ?

আজি একা কেন তবে এই ফাগুনে
সাজিয়ে রেখেছ কি ঘর খুব যতনে
তবে এত কিসের রোষ
মিছে কাকে দাও দোষ
পুড়িছ কি আগুনে ?

তুমি আজ গেঁথেছ কি বকুল মালা ?
রেখেছ কি হাতের পাশে পানের ডালা ?
যদি না'ই আসে কাছে
যদি মুখ লুকাই পাছে
রাখিও না অর্ন্তজ্বালা ।

নব পুষ্পে বেধে বেণু দখিন দুয়ারে
ফাগুনের রাতে ডাকিবে কি না আমারে ?
কম্পিত-কুণ্ঠিত দু'টি চোখ
উত্সর্গ করা নির্জ্বলা সুখ
পড়ে আছে পাথারে ।

প্রগাঢ় নিবিড় নিকুঞ্ছবন উঠেছে সেজে
চড়ায়ে গন্ধ প্রস্ফুটিত নব পুষ্প রাজে
এনে ছিলে যে কুসুম গুলি
জেগে ওঠে তারি আকুলি
চৈত্রের এই সাঁজে ।

অনন্ত যৌবন কামিনী বিবাগী এই বসন্তে
তপ্ত রৌদ্র মোহে কাছে চাই একান্তে
রঙিন সেই কিরণ দয়
হয়েছে তাতে তোমার উদয়
রক্তিম সূর্যাস্তে ।

17/01/13            
            
798 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য