কারকের কবিতা বলবো আজ কারক নিয়ে কিছু কথা অণু কথা কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে বলা হয় কারক। কারক ছয় প্রকারঃ কি কি? বলছি। কর্তা, কর্ম, করণ, সম্প্রদান দুটি হচ্ছে অপাদন ও অধিকরণ। বাক্যে কে প্রশ্ন করলে যে উত্তর আসে তাই কর্তাকারক। কী ও কাকে যদি প্রশ্ন থাকে সে উত্তরে আসে কর্মকারক। কী দিয়ে কী দ্বারা এ প্রশ্নের যা আসে করণকারক। প্রশ্ন করে কাকে- নিজের স্বত্ব ত্যাগে যে উত্তর আসে সেই সম্প্রদানকারক। কোথা থেকে কোথা হতে পতিত, ফলিত ইত্যাদি হয় অপাদনকারক জানবে নিশ্চয়। কোথা কোথায়- ক্রিয়ার সম্পন্নের স্থান, কাল, পাত্র সেই অধিকরণ বুঝবেন সকলে মাত্র। বলার আছে এসো কাছে- কারকে শূন্য প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি এরই মাঝে বোঝার আছে বিশেষতঃ কর্তায় শূন্য হয়ে থাকে বুঝে শুনে যদি করো একটু খেয়াল ভেঙ্গে যাবে কারকের বিরাট দেয়াল। একটু ভালো করে পড়লে কারক সবকিছু সহজ হবে কারকের ধারক। মন দিয়ে বই নিয়ে একটু ভেবে দেখো ভালো করে বুঝে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে।
নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
7 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 17 নভেম্বর 2023 03:23 লিখেছেন RNUFhXoQP
Everyone was professional, kind, and knowledgeable viagra what is it Several clinical trials and drug repositioning studies have been conducted and many studies are currently ongoing to select new agents to control this pandemic better
- মন্তব্যের লিঙ্ক বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 19:34 লিখেছেন dnabmYcJ
Despite the lack of randomised prospective data, it has been reported that antioestrogen therapy can be effective in about half of patients 18 buy 5mg propecia in the uk 2014 Nov 19; 369 1656 20130585
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 01 জুন 2015 16:30 লিখেছেন দ্বীপ সরকার
অনেক সুন্দর।
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 01 জুন 2015 16:29 লিখেছেন দ্বীপ সরকার
অনেক সুন্দর।
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 31 মে 2015 23:41 লিখেছেন আবিদ আল আহসান
কর্তা হারিয়ে যায় কর্মের কাছে
করণের কি করার আছে, সকলকে সম্প্রদান নাই বা করলাম
অপাদানে, অধিকরণে বিদায় নিলাম। - মন্তব্যের লিঙ্ক রবিবার, 31 মে 2015 13:48 লিখেছেন হুমায়ুন আবিদ
আপনি পারেন বটে খুব ভাল লাগলো
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 31 মে 2015 07:59 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
অনেক ভালো লাগল
সবার জন্য অনেক উপকার হবে
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.