রবিবার, 31 মে 2015 23:24

স্বপনে বাংলাদেশ

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                আমি দু চোখ বুজে দেখছি আজি
        জন্মভূমির মাটি ,
টেকনাফ্‌ থেকে তেতুলিয়া
        ঘুরেছি পায়ে হাটি ।

কত ফুল হাঁসলো দেখিয়া মোরে
        কত পাখি হল মিতা ,
সুরমা নদীর জলে ভিজলো
        এ বুকে ছিলো যে চিতা ।

এ মনে যত আরজু ছিল
        দেখার যত খায়েশ ,
 মিঠলো আমার জুঠলো সবি
        পেয়ে সে আয়েশ ।

কত জানলাম পরতে পরতে
        কত রঙের ভেলকি ,
হঠাৎ দেখি জানালায় আমার
        সূয্যি মামার ভূলকি ।

কাটলো ঘুমের রেশ
        স্বপ্ন হলো শেষ , 
চোখে কোনে লেগে রইলো 
        সোনার বাংলাদেশ ।            
            
879 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 31 মে 2015 23:48
শেয়ার করুন
আনামিয়া

সাহিত্যাকাশে নিভৃত স্বপ্নচারী মোঃ আনামিয়া সিলেট (সদর দক্ষিণ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছায়া সুশীতল সুনামপুর গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিফত আলী, মাতা আলহাজ্ব জয়তুন্নেছা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক; মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় এইচ, এস, সি এবং সিলেট সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় হতে বি, এ, পাস করেন। তাঁর প্রকাশিত উপন্যাস "মানিকের ভালোবাসা", "অচেনা প্রেম", "বিদেশী বউ" ও "বাদশার বাসর রাত" পঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটকের অঙ্গনেও চষে বেড়ান। সামাজিক সংগঠনে সম্পৃক্ত থাকার কারণে "প্রতিভা সমাজ কল্যাণ সমিতি" "প্রতিভা সাহিত্য সংসদ" এর সক্রিয় কর্মী এবং "সুনাম পুর অগ্রপথিক সমাজ কল্যাণ সমিতি'র" প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসি।

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.