এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 03 জুন 2015 06:08

মৃত্যুর অপেক্ষায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                মৃত্যুর অপেক্ষায়


আমরা অপেক্ষমান;
হৃদয়ঙ্গম মরণ সিন্ধুর পথে
যেখানে জীবন ও মৃত্যু করুণার
চাঁদর আড়াআড়ি করে বিছেয়েছে ।
চারিদিকে ঝিলিক খেলে
বাবলার চিরল পাতার মতন
বিবর্ণ শরীরের সূর্য্যের রশ্নির
ভাঁজে অগণন মৃত্যু ।
লোহিত সাগরের বুকে
লবাণাক্ত ঢেউ গুলোই শতাব্দীর
প্রত্যাবর্তনে বিপ্লবী হয়ে
অন্ধকার পথে স্মৃতি হয়ে
ঝিক্-মিক করে ভেসে উঠে
অগ্নির মতো প্রদীপ্ত মৃত্যু ।
তবুও আমরা অপেক্ষমান ;
সেই মৃত্যুর;যা কাগজে কলমে নেই ।
নেই কোনো ব্যক্ত ইতিহাসে ।
আমরা কেবল'ই অপেক্ষমান;
অফুরন্ত রৌদ্রের তিমিরে
অগণন তাজা মৃত্যুর ।
"কেবল'ই শুধু ব্যক্তির মৃত্যুর" ।            
            
652 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য