শুক্রবার, 05 জুন 2015 00:15

শুধু তুমি নেই

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আজও ভোর হয়-
খসে পড়ে তমসা-লাজ-আবরণ,
দেখি নিশার নেশায়-
মর্দিত,  রক্তিম-রূপ অপাবরণ|

কামনার ঘোরে নড়ী-
খুঁজে ফেরে উষসী-তনু-নিরাবরণ,
কামজ-নয়ন খোঁজে-
কমনীয় তন, উন্নত-স্তন নিরাভরণ||

আজও তপ্ত দুপুরে-
সহসা ঝরে পড়ে অম্বু-বিন্দু-সুধা
ভিজে উর্বী'র কায়,
সুরভী  ছড়ায় সিক্ত-অনঘ-বসুধা |

পাগল মাতাল মন-
চায় দর্শন; সিক্তঅভিষব রম্য-রমণী,
উন্মাদ নাসা চায়
-গতর-সুবাস;বক্ষ, কুক্ষি, কিবা শ্রোণী ||

বৈকাল সমিরণ রোজ-
আসে, উপায়ন স্নিগ্ধ-সুখ-আবেষ্টন,
নিয়ে যেতে চায়-
দেহ-সৌরভ ; ছিঁড়ে ফেলে প্রাবরণ |

সবই আছে আজ -
আছে উষার রক্তিম-উষসী-রূপ শোভা,
সিক্ত উর্বী'র সুরভী,
স্নিগ্ধ-বিকেল,পাগল-পবন, সান্ধ্য শোভা |

নেই শুধু তুমি-
নেই সেই রাঙা-লাজ-বদন, কম্র-নয়ন,
প্রেম ভারে ভার-
উন্নত-বক্ষ, দেহ-সুবাস, কমনীয়-তন|
            ………শুধু তুমি নেই  ||            
            
724 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 05 জুন 2015 00:23
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

এই বিভাগে আরো: « কথা অন্তরালের অনুবল »

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.