এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 00:15

কবিতা লিখতেই হবে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আমার এ বুকটাকে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দাও---
রক্ত নদীর ডেউ-তালে ভেসে ওঠা
রঙ্গিন স্বপ্নের সিটমহল গুলো, তোমাদের বুটের তলায়
পিষে পিষে সে ফুল শয্যার রাতের মত দগ্ধ হয়ে যাক,
আমার কিচ্ছু যায় আসে না---কবিতা আমি লিখবোই,
ইচ্ছে হলে দেহের জৈবিক আকাঙ্খাসহ
আমাকে জ্বালিয়ে পুড়িয়ে, তোমাদের সুসজ্জিত
বার্ণ ইউনিটে চালান করতে পার কিংবা
আমার এ পৈত্রিক দেহটা, যাতে তোমাদের 
কোন অধিকার নেই, কুটি কুটি করে কেঁটে
ফারাক্কার মাঠে পুতে রাখতে পারো, 
কিংবা এমনও করতে পারো 

অস্ত্রোপচার করে করে, ভেতর থেকে মৌলিক কিছু বিষয় 
যাকে তোমরা রোগ বলো, বের করে 
তোমাদের কুটিল ইচ্ছার বীজ বপন করতে পারো;
আমার অস্তিত্বে নেশাগ্রস্তের মত আমাকে হাতড়ে ফিরতে পারো--- 
না, পাবে না---আমার মধ্যে আমাকে পাবে না।
কবিতা আমার অস্তিত্বে, মুগ্ধতায়, সুখে, দুখে,
শ্রাবনে-ফাগুন, স্বপ্নে-জাগরণে, মৃত্যুর আর্তনাদে
কবিতা আমার বিশ্বাসে নিঃশ্বাসে, আমার ভালোবাসায়,
কবিতা আমি লিখবোই।

সবুজে-শ্যামলে, ঘরে-ঘরে মৃদু মলয়ে-কাননে, পাখিদের প্রাণে প্রাণে,
প্রকৃতির শিহরণে-গানে আমার কবিতা শুধু 
নতুন সভ্যতা হয়ে রয়ে যাবে, তোমাদের অবয়বে জ্বলবে 
আমার কবিতার মৌলিক আলো---
কবিতা আমি লিখবোই, 
আমি কবিতা লিখবোই।

বরিশাল, রাত-৯টা, ১১/০২/১৫।            
            
1111 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 07 ডিসেম্বর 2020 13:51
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য