এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 05 জুন 2015 09:32

ফাল্গুন

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আসিয়াছে ফাল্গুন  ফুটিয়াছে ফুল
ধরাতল হয়েছে রূপেতে অপরূপ।

কবিগণ মেতেছে খাতা খুলে বসেছে
শিল্পিরা দিশেহারা কার ছবি দেখেছে?

চারি দিকে শুধু ফুল ভোমরের গুঞ্জন
মাঠ ঘাট সব যেন আনন্দে ভরপুর।

মরা নদী ভরে গেছে চর নেই দুই দ্বারে
সবুজের রং যেন লেগেছে মাঠে ঘাটে।

নৌকায় পাল তুলে মাঝি গাই ভাটিয়ালি
বধু তার ঘুম টানি কলসিতে জল ভরে।

দুর বনে ছায়া তলে রাখালের বাঁশি বাঁজে
কুকিলের কুহুটানে নাচে মন আনমনে।

আসে রাত উঠে চাঁদ দেয় আলো আবছায়া
ঝির ঝির বাতাসে ঘুম আসে সহসা।

রাত নিশি থমথম ফুল বনে কি বাঁজে
আচমকা মনে হয় কারা যেন গান করে।

আসে পরী ফুল বনে নাচে তারা আনমনে
ফুলে ফুলে লয় ঘ্রান নাই হুশ নাই জ্ঞান।

চাঁদ যায় ডুবু ডুবু শুকতার মৃদু আলো
ঐ পথে কে যায় শোঁ শোঁ শোঁ ।            
            
1694 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য