এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 06 জুন 2015 08:45

আমি যোদ্ধা হতে চাই

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আমি যোদ্ধা হতে চাই
---
----------সুজন হোসাইন
---
হে বঙ্গ মাতা তোমার জন্য
একটি শাড়ি কিনে ছিলা'ম----
ত্রিরিশ লক্ষ্য প্রাণের বুঁননে;
বুকের তাজা রক্তের রঙে
শস্য-শ্যামল সবুজের বুকে
লাল টুক-টুকে বৃত্ত এঁকে ।
সেদিন তুমি কত টুকুন
খুশি হয়ে ছিলে; জানি না ।
দুই লক্ষ্য বীরঙ্গানার কথা
ভেবে চোখের কোণে কত-খানি
অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছিল
আমি অনুমান করতে ব্যর্থ ।
তবুও যে তুমি মাতা ------
জন্মভূমি স্বর্গায়সী সুখকন্যা ।
আর কত ব্যথা লুকিয়ে
হাসবে মাগো ?উত্তর আছে কি ?
মুক্ত বাতাসে অগাদ বিশ্বাসে
আদরের পরম স্নেহাশীষ চাঁদর
আর কত বিছেয়ে দিবে
একবার ও কি বলতে পারো ?
আমি অবাক হ'ই;যখন
দেখি সেই ব্যথার ক্ষতটি
এখনো নক্ষত্রের মতন
জ্বল-জ্বল করে জ্বলছে ।
আমি আপ্লুত হ'ই যখন-দেখি
অশ্রুসিক্ত নয়নে;আজানা
আতঙ্কের ছাপ শ্রী মুখে ।
যখন শুনি আমি টিএসসি-তে
নারী নির্যাতন;চোখের 'পর
থেকে টেনে নিয়ে যাচ্ছে
ঘৃণ্য নর-পিচাশের দল ।
হিংস্র প্রাণির ন্যায় ছিড়ছে
বুকের কাঁচা-কাঁচা মাংস ।
আমি বিমর্ষিত হয়ে যায়
শরীরের শিরা-উপশিরার
রুধির ধারা গুলো টগবগিয়ে
গলা চেঁচিয়ে বলতে চায়
আমি ও যোদ্ধা হতে চাই
কামান ট্যাংক হাতে
বীর সেনাদের মতন ।
হে বঙ্গ মাতা তোমার
অশ্রু সিক্ত নয়ন আর
দেখতে পারছি না আমি
আমার ও যে চোখে বেয়ে
কয়েক ফোঁটা অশ্রু পড়ে ।
হে মাতা তোমায় মিনতি
করে চাইছি আর একটি বার
শুধু একটি বার পাঠাও
তোমার বীর ছেলেদের
কামান ট্যাংক হাতে
আমি যে যোদ্ধা হতে চাই ।
আমি যে তোমার শাড়ির
আঁচল মুক্ত করতে চাই
আমি যে যোদ্ধা হতে চাই ।
03/06/15
June 4 at 5:            
            
694 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য