শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 00:16

১৪-ই-ফেব্রুয়ারি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

তুমি শুনতে পাচ্ছ আমারি কথা ?
কাল ১৪ই ফেব্রুয়ারি । 
তুমি আমি দুজন যাবো চলে 
ফিরবোনা কালকে বাড়ি ।

গাছে গাছে বসবে পাখিরি মেলা 
মাঝে মাঝে দেখবো বর-কনে খেলা 
তুমি পড়ে আসবে কিন্তু লাল শাড়ী । 
লাল রঙেরই ফতুয়াটা পড়ে 
আমি যাবো তোমার বাড়ি ।

আমি তো ভুলে গিয়েছি তুমিতো আসবেনা
যদিও শুনতে পাচ্ছ আমার আহাজারি । 
সে দিন থেকে আমি দিশেহারা 
যে দিন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে 
চলে গেছ আমায় ছাড়ি !!

1327 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 00:31
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.