এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 09 জুন 2015 00:49

অব্যক্ত ভালবাসা

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                ভালবাসার সচ্ছ শব্দধ্বনি বাজে হৃদয় মন্দিরে!
না লাগে স্বস্তি না লাগে অস্বস্তি
রয়েছে অনুভূতিতে জড়ায় জীবনের পরিক্রমায়
সে এক অনুভবের রানী।
তার চাঁদিনী বদন,
কাজল টানা হরিণী আঁখি,
রক্তিম দুঠোটের আলপনা এঁকেছি
হৃদয়ের সারা গায়...
আমি তার চরণে পরা সজারু চলা
শব্দের নুপুর ধ্বনি শুনি অনুভবের স্পষ্ট ভুমিকায়।
সন্ধ্যা উদাসী সমীরণে
সবুজ শ্যামল দূর্বাবনে
বসা এক কুমারীর দৃষ্টিপটে লুকিয়ে দেখেছি
ভালবাসার মোহনায় চোখের পাতায়
মাতন্ড দোল খেলা!
হয়ত সেও ভালবাসে।
নয়'ত ভালবাসার সিক্ত আবেশে
ভেসে চলেছে অজানা কোন এক হৃদয়পুরে।
তার সেই ভালবাসার বিরচিত সমনে রমন মেলা
গোছালো বসনে সারাক্ষণি বশীভূত
থাকে তার শরীর প্রেম আবেশে...
সেখানেই আমার অপ্রতুল ভাল লাগার
তীব্র অাকর্ষণ অনুসরণ করে তাকে বেস-ভুষণে...।
সেই তো না বলা হীনমন্যতা।।
------------★------------            
            
1015 বার পড়া হয়েছে
শেয়ার করুন
দীপঙ্কর বিশ্বাস

3 মন্তব্য