এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 10 জুন 2015 06:09

হাঁক

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এই ভরা ভাদুরে 
হাতে নাই
ছাতাখান।

জলে ভাসে ইনসান 
রক্ততে
আরাকান।

বোম মারে বোমারু 
জেগে তোলে 
ঘেন্না।

আহাজারি শুনে বায়ু 
সুর তোলে 
গুন্নাহ্।

নিশ্চুপ আকাশেতে
শুধু ভারি 
কালোমেঘ।

বসে মাপে বায়ুবিদ 
বাতাসের
গতিবেগ।

সাম্যের বাণী শুনে 
অসাম্য
কানেতে।

গিরি তাই নড়েনা যে 
কান্নার
শানেতে।

সুরা ধুমে চুমমারে 
আরবের
রাজাগণ।

পুঁথি পড়ে জ্ঞান দেন 
কতশত 
গুণীজন।

ছবকের কবজেতে
ঝরে ফুল
অকালে।

বন্দীর সীমানাটা
রাহুদের
দখলে।

জাগরণী গান ধরো
নিজনিজ
গরজে।

বাঘসম হাঁক ছাড়ো
ভয় নাই
জারজে।            
            
712 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 10 জুন 2015 06:22
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য