এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 11 জুন 2015 03:37

বন ফুল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বন ফুল ফুল লো কোন বা পাতায় আড়াল হয়ে থাকো
আমি তোমার গন্ধে মজি নিত্য খুঁজি দেখা মেলে নাকো।

মৌমাছি আর ভ্রমর আসে তোমার ভাবের গোপন পথে
যার সাথে যার গোপন প্রীত মিলন হয় গো কৃষ্ণ রাতে 
আমি না বুঝেই সই তোমায় খুঁজি গো নাম জানি নাকো।

দেখা যদি নাইবা দিলে সুবাস ঢেলে কেন কাছে ডাকো
গোপন ফোঁটার খবর কেন বাতাসে উজার করে রাখো
ফুল ও নারী এমন কেন গো কাছে ডেকে দূরে দূরে থাকো।            
            
1056 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:07
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

3 মন্তব্য