এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 11 জুন 2015 21:11

ঋণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ঋণ
--
-----সুজন হোসাইন
--
বাজান এহন যে উঠোন লাগে
নিশি রাইতের পোকা গুইলা
হামাগো ক'ইয়া দিতাছে ;এই
ঘর যে ছাড়ন লাগবে চিরতরে ।
---
ওঠ বাজান---আর দেরি করিস না ।
ঐ পুবের সূর্য্য ওঠার আগেই যে
হামাগো এই গাঁও ছাড়ন লাগবে ।
---
ক্যান যামু বা-জা-ন----কি হ'ইছে হামাগো
কিসের লাইগা যামু হামরা----- ?
তুই বুঝবি না রে বা-জা-ন----
---
এই ভিঁটা-মাটি তোর দাদায় যে
মাতবরের কাছে বন্ধক রাখিছিল--
তুই হ'ওনের সময়------- ।
সেই দেনা দেওন হয় নাই রে বাজান ।
সেই দেনা এহন বেড়ে এই ভিঁটা-
মাটি হ'ইয়া গ্যাছে রে বা-জা-ন ।
---
মাতবরের সাধ জাগিছে ---সে
ফুলের বাগান করিবে এই ভিঁটায় ।
ওঠ বা-জা-ন-- আর দেরি করিস না
এহনি বুঝি ফজরে আইযান দিবে ---।
---
বড় সাধ ছিল রে বাজান বাপ-দাদার
ভিঁটা-মাটি আগলাইয়া রাখিমু---
সেই সাধ আর পুরা হ'ইলো না ।
চল বা-জা-ন--ঋণের দায়ে ঘর ছাইড়া
পারিস যদি কোন্ দিন কিন্ন্যা নিস আইসা ।
---
05/06/15            
            
787 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য