এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 16 জুন 2015 11:27

প্রেম প্রহসন

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                আড়চোখে চুপকথা, 
রাঙা ঠোটে ব্যাকুলতা,
 শত খা'ব 
           কপোলে চপল।
 উদাসিনী কেশ ভাঁজে 
চিঠি কোন্ রাখা গুঁজে?
 চেনা সুরে 
          উছাসে ফি-পল। 
নানা ছল-অজুহাতে 
নেমে আসা সমুখেতে, 
ফের হেসে 
            সুদূরে বিলীন, 
স্বাভাবিক কথা মাঝে
 আচমকা লাল লাজে, 
নত চোখ 
           বিরতি বিহীন।
 হাসি দেখে থাকা চেয়ে
 ধমকালে কাঁদা শুয়ে, 
কে এ আমি? 
        মোরে ঘিরে ঘোর, 
তাহলে আমারে সখী
ভালোবেসে ফেলেছো কি?
 তবে কেনো 
            খোলনা অধর?
যদি দিয়ে থাকো মন 
এতো কেন প্রহসন? 
 কেন মিছা 
           ছলনার জাল?
সহাসে সমুখে আসি
সোজা বলো,'ভালোবাসি',
ভাঙো সব 
         অযথা আড়াল।            
            
855 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য