এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 16 জুন 2015 20:51

তবুও মনে রেখ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যদি কোন দিন কোন এক কালে 
আমার এক সাগর বিশাল ভালবাসা 
হারিয়ে যায় অন্ধকারের কংকালে 
ঝিনুকের মতন সঞ্চিত মুক্তা
আমার ভালবাসার সতেজ ফসল
যদি উপড়ে দেয় কোন অমংগল।
আর আগ্নেয়গিরির অগ্নুপাত দিয়ে তোমায় 
হাসতে থাকি অবিরাম 
তবুও মনে রেখ আমায় তুমি 
ভুল বুঝিওনা কোন কাল ।

আজকের এই ভাবনা, আবেগ, খেলা ঘর 
যদি এক কালে হয়ে যায় আরও পুরাতন 
শান্ত সচল আঁখি দেখতে না পায় আগের মতোন
প্রাণের স্রোত যদি হয়ে যায় বেদনায় নীল সাগর 
আর বিরস হয়ে যায় জীবনের সব আয়োজন
পেছনে পড়িয়া থাকে স্মৃতি কেবল
তবুও মনে রেখ আমায় তুমি 
যদি অপরাধ করি। 

সেই পুরাতন পরিচয়, স্বপ্ন ভরা দিন
যদি এক কালে হয়ে যায় 
আরও দুর স্মৃত কাহিনী কেবল
সকল আবেগ, স্বপ্ন ঢাকা পড়ে যায় 
নব নব জীবেনর জালে 
আর যদি ফিরতে না পারি তোমার বুকে 
তবুও মনে রেখ আমায় তুমি 
যদি পাষানে এ বুক বাঁধি। 

যেদিন উদাসীনতায় কাটবে সন্ধ্যা বেলা
শারদীয়া রাতে নিদ যদি নাহি আসে নেত্রে
এলো কেশে দাঁড়িয়ে থাক পাগলীনি বেশে
যদি চকিতে উচাটন মনে
গাহিতে চাও সুখের সেই গীতটি
আর যদি ভুলে যাও সুরটি
তবুও মনে রেখ আমায় তুমি
যদি ভাবনার খেলা ঘর আবার গড়ি।            
            
1009 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য