এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 জুন 2015 16:33

কোথায় হারিয়ে গেল সব

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কোথায় হারিয়ে গেল সব
---------সুজন হোসাইন
---
কোথায় হারিয়ে গেল সেই সব দিন ।
প্রখর দুপুরে রৌদ্রের ঘ্রাণ
গোধুলীর অন্তিমে সবুজ নীড়
ছায়তনের ফাঁকে পাখির পালক
ঘাসের বুকে শিশির কণা
ক্লান্তির অবসাধে আকাশ জুড়ে
নক্ষত্রের নীল বাতাস----
কোথায় হারিয়ে গেল সেই সব--
কোথায় যেন হারিয়ে গেল ।
কবি গুরুর মতন-----
"আমাদের যে দিন গেছে
একেবারে'ই কি গেছে --"
জন্ম-মৃত্যু ছোট্ট ব্যবধানে আবারো
ফিরে এসে দেখেছি তোমায়
রজনীর ছায়াপথ ধরে
হৃদয়ের গভীর হৃদে
সুখাচ্ছল ঢেউ হয়ে
অবক্ষয়ের জলে ভেসে যেতে ।
ধূসর আকাশের নিচে
তবুও যে যার পথে
চেনা সূর্যকে অচিন লাগে --
পৃথিবী যেন ঘুমিয়ে গেছে
অন্ধকারের পথে-পথে ।
তারপর ও মনে হয় একবার
দুজনে চল খুঁজে ফিরি
নব-নব সৃষ্টির মাতমে
হারিয়েছে যে দিন আমাদের ।
---
11/06/15            
            
850 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

7 মন্তব্য