এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 জুন 2015 16:46

ধান চাষী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                উৎপাদনে 
খরচ বাড়ে
অর্থনীতি পান চিবায়।

ধানের কুণে
তেল ভালো হয়
মেল মালিকে খুব ভাবায়।

রাজা খাবে
বাস-মতী চাল
দাম কমেছে বেশতো ভাই।

ঘোড়ার রেসের
দাদন জালে
ধানের গোলা শেষতো তাই।

গাব খাবোনা
আবার বলিস!
নইলে চাষা খাবি কি?

যতই বলিস
জানিস কি তুই
পেট আগুনের দাবিটি?

ভরবে যমের
মজুত গুদাম
ভরবে না তোর পেট খানা।

জনম ভরে
রইবি রে তুই
ভুমির কুমির দিন কানা।

পড়শীরা সব
হিসাব কষে
বাজার দরের হকিকত।

তোর কপালে
ঘুচবে নারে
দুষ্ট চাকার মুছিবত।

মহাজনের
পকেট তাজা
হাজা রামদের দুর্দশা।

ধান না চেষে
বাউল 'হ' গে
ওরে গরীব ধান চাষা।

(স্বরবৃত্তে রচিত কবিতাটিতে
৪+৪+৪+৩=১৫ মাত্রা)            
            
804 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

5 মন্তব্য