তুমি আসবে বলে সেদিন ভীরু চোখে সারা দিনমান তোমার পথ চেয়ে রইলাম তোমাকে নিয়ে কত কবিতার উপমা সাজালাম নিভৃতে দুটি হৃদয়ের আত্মীকরণের ছক ছবি কত উদ্বেলিত ভুমিকায় আকলাম বাসনার ফুলদানিটা কামনার সৌরভে ভরলাম অথচ তুমি আসলেনা? তুমি আসনি বলে- আমার স্বপ্নের আকাশ মেঘে ডাকলো শ্রাবণের অজস্র বারি ঝরলো নেত্রে। তুমি আসবে বলে সেদিন পৃথিবীর সমস্ত কৃষ্ণচুড়ার রং মেখে হাসিতে সমস্ত রজনী গন্ধার সৌরভ ছড়িয়ে আকাশে বাতাসে সমস্ত ঝর্ণার উচ্চলতা নিয়ে হৃদয় সিন্ধুতে মোহিনী আবেশে দাড়িয়েঁ ছিলাম তোমার জন্য অথচ তুমি আসলেনা? তুমি আসনি বলে? সমস্ত কৃষ্ণ চুড়ার রং ফিকে হয়ে গেল সমস্ত রজনী গন্ধার সৌরভ মিথ্যা হয়ে গেল সমস্ত ঝর্নার উচ্ছলতা থেমে গেল মুহুর্তে আর আমার স্বপ্নরা কেঁদে মরলো নীভৃতে। তুমি আসবে বলে সেদিন ইচ্ছের স্বপ্নরা সপক্ষ মেলেছিল সৌখিনতায় প্রকৃতির সমস্ত সবুজাভ ভালবাসা দিয়ে সবার অলকে স্বপ্ন বাসর গড়েছিলাম নিজস্ব চিত্রকলায় মনের নির্ভেজাল সুশোভিত কানন মাঝে কামনার অস্তিত্বরা হাসছিল তোমার অনুরাগে অথচ তুমি আসলেনা? তুমি আসনি বলে স্বপ্নের নীল গ্লাস ভেংগে গেল? গোধুলীর রং মুছে গেল? সমস্ত স্বপ্নকে জ্বালিয়ে দিয়েছি হিরোশিমার এ্যাটমে।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 01 জুলাই 2023 19:01 লিখেছেন rZazsL
E2 and TAM were administrated every four days for four weeks generic cialis erectzan ciprofloxacin dose for std Woodford said in a statement that in addition to people s personal prejudices that can influence students, heterosexism can be perpetuated on a social level through state policies that have become institutionalized, such as laws that prohibit the government from recognizing same sex relationships
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 20 জুন 2015 00:12 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব সুন্দর লেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা রইলো
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 19 জুন 2015 10:59 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
খুব ভালো লাগলো।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.