আমি চলে যাবো সেখানে যেখানে প্রকৃতির সবুজ ভালবাসা পিছু ডাকে নেই কোন মানব রুপে দানবের আর্তচিৎকার অপকর্মের দুর্ঘন্ধ বিক্রি হয় না ভেজাল দরে শুধু ভালবাসার শ্রেয়ধারায় জন্ম নেয় প্রকতৃ সুখ। আমি চলে যাবে সেখানে যেখানে আকাশ আর দিগন্ত মিশে গেছে এক সুরে নেই কোন ভেদাবেদ অভিন্ন প্রয়োজনে শুধু সুন্দর মতিলী ভরা আয়োজনের সৃষ্টি। আমি চলে যাবো সেখানে যেখানে প্রিয়ার কালো চোখের স্বপ্ন ভাসবেনা অযথা কাব্যময় শব্দের বিরহ হাসবেনা শুধু স্বার্থবাহ বিশুদ্ধ গন্ধের সহবাসে জেগে উঠবে নতুন প্রাণের অস্তিত্ব। আমি চলে যাবো সেখানে যেখানে অভাব বলে কোন শব্দ নেই নেই কোন স্বার্থের অন্ধকার কংকাল যেখানে ক্ষুধার যন্ত্রনায় পৃথিবী হবেনা গদ্যময় সহানুভুতির শ্রেষ্ঠ ধারায় পরিপূর্ণ সকল অন্তর। আমি চলে যাবো সেখানে যেখানে বঞ্চনা আর হাহাকারের অসভ্যতা ভালবাসার দামে নিলাম হয়ে গেছে অনেক আগে ইচ্ছের স্বপ্নরা পরাধীনতার শেকল পায়ে আর হাটেনা এখন স্বাধীনতার পূর্ণস্বাদে কাব্যময় নতুন এক পৃথিবী। আমি চলে যাবো সেখানে। আমি চলে যাবো সেখানে।।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 20 জুন 2015 21:15 লিখেছেন সুজন হোসাইন
আমি চলে যাবো সেখানে
যেখানে বঞ্চনা আর হাহাকারের অসভ্যতা
ভালবাসার দামে নিলাম হয়ে গেছে অনেক
আগে
ইচ্ছের স্বপ্নরা পরাধীনতার শেকল পায়ে
আর হাটেনা
এখন স্বাধীনতার পূর্ণস্বাদে কাব্যময়
নতুন এক পৃথিবী।
আমি চলে যাবো সেখানে। আমি চলে যাবো
সেখানে।।ভালো লাগলো - মন্তব্যের লিঙ্ক শনিবার, 20 জুন 2015 20:57 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
দারুণ সুন্দর লিখন।
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 20 জুন 2015 14:22 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
দুর্গন্ধ বিক্রি হয় না ভেজাল দরে শুধু ভালবাসার অমিয় ধারায় পাওয়া যাবে প্রকৃত সুখ। আমিও চলে যাবে সেখানে যেখানে আকাশ আর দিগন্ত মিশে গেছে এক সুরে নেই কোন ভেদাভেদ, আমিও চলে যাবো এ সুন্দর ধরণী থেকে। ভালো লেগেছে সুন্দর হয়েছে।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.