এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 21 জুন 2015 21:04

সেই দিন দেখেছিলাম

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সেই দিন দেখেছিলাম
---
-----------সুজন হোসাইন
---
সেই দিন দেখেছিলাম---
সদ্যজাত জলের মুক্ত দানায়
স্নিগ্ধ-হাত বুলিয়ে খেলছিল
আষাঢ়ের অঝরে;কদমের প্রান্তরে ।
এলোচুল ছড়ায়ে রৌদ্রের ঘ্রাণে
দেখছিল সজনে ফুল কেমনে ঝরে ।
নিস্তব্দ করুণ মুখে লেগেছিল
কুয়াশায় ভিজা সমুদ্রের জল ।
আমি শুধু নির্বাক চেয়ে
ছিলাম পৃথিবীর পথে----
সাদা রঙের মাছরাঙা উড়ে যায়
ঝিলমিল ডানায় ধূসর পথে ।
শুনে ছিলাম সন্ধ্যার নিরবতায়
হৃদয় হিম ঘরের নির্জন পথে
ব্যর্থ শালিক পাখির ডাক ।
গভীর আঁধারে কুয়াশার চাঁদর
দেখেছিলাম আমি তখনো
প্রেমের নীল স্বপ্ন বুকে করে
নক্ষত্রের নিচে চলে যেতে----দূরে ।
এখনো দেখি শত যুগ পরে
শরত হেমন্তে ---নির্জন শীতের রাতে।
সাদা-সাদা মেঘের ভাঁজে
ধূসর পথের নীল আকাশে
সোনালী ধানের ভিড়ে
নিস্তব্দ করুণ মুখে
কার্ত্রিকের কুহেলী ঝরে ।
তবুও যেন মেঘবালিকার মত
নীলনদের গাঢ় রৌদ্রে
জীর্ণ কাকের চোখে ---
নীল সেই স্বপ্ন বাসা বাঁধে ।
সেই দিন যেমন দেখেছিলাম
তেমনি'ই করে -----।
---
21/06/15            
            
629 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য