এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 15 ফেব্রুয়ারী 2015 18:56

মানবতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সেদিন দেখেছিনু ভয়ংকার চিত্র 
ছুটে চলা সেই মেইন রাস্তার পাশে,
গাড়ির চাকা ঘুরছে উপরে
মানুষগুলো যেন গেছে পিশে।
আহত আর মৃতের ঠাসাঠাসি
পুকুরের মতো সেই গর্তে,
লাশটানা সেই গাড়ি বুঝি এলো
আজি হঠাৎ এ মর্তে।
রক্তের ধারায় রঞ্জিত পানি
ক্ষণে ক্ষণে পাকাল দিয়ে ওঠে
নির্বাক পাকপাখালি সেথায়
মুখে কোনো বুলি নাহি ফোটে।
কিছু স্বার্থণেষি নর পিছাস
মানবতা হারিয়ে বিবর্ণে,
ব্যাতিব্যাস্ত সদা পকেট ভরায়
লাশের গায়ে থাকা স্বর্ণে।
মানবতা ওরা দিয়েছে বিসর্জন
হাজারো লাশে মন যায় না গলে,
চিল শকুনে মন ওদের যেন
লাশের অঙ্গ গেলে।
প্রভু, জ্ঞান দাও ওদের বিবেকের
দেখা পায় যেন খুঁজে,
লাশের গন্ধ যেন পায় ওরা
মানবতা যেন ওরা বোঝে।
1287 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:04
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য