এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 22 জুন 2015 20:34

স্বপ্ন সংহার

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমি যখন-ই সুন্দর একটা  মন নিয়ে 
তোমার দিকে ভালবাসার হাত বাড়াই 
আমার বসন্ত আকাশে কিছু কালো মেঘ 
সহসা গর্জে উঠে কুৎসিত ভাষণে
আমার শান্ত যমুনা কেঁদে উঠে মুহু র্মুহু
ভাবতে পারিনা থেমে যাবো 
প্রত্যাশিত জয় হতে একটু দুরে।
তবুও একটা কিছু প্রাপ্তির আশায় 
বার বার কড়া নাড়ি স্বপ্নের দরজায়
প্রতিক্ষায় বসে থাকি  স্বপ্নায়িত চোখে
কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ?
তার পর যখন সময়ের অসোভনতায় পিষ্ট হতে- হতে 
একটা নষ্ট মানব রেখা হয়ে যাই কালক্রমে
অক্ষমতায় ভরে যায় সব জমিদারী নক্সা
তখন ই বন্ধ খিড়খি খুলে যায় উলঙ্গতায়?
দেখা যায় স্বপ্ন হননকারীদের অস্থির উন্মাদনা
আর পরাজয়ের তিক্ততায় অন্য রকম হিসেব।
কিন্তু আমিতো এমন কিছু উপলব্দি করার জন্য
তোমার সেই নয়নাভীরাম বাড়ন্ত 
কচি ঘাস ফুলের দিকে তাকাইনি কোনদিন।
কোনদিন ঘুর্ণাক্ষরেও ভাবিনী 
একটা দুর্বল বিপরীত কবিতার গন্ধ
তোমার রক্ষিত মানচিত্র নষ্ট করে দিবে।
আর তুমি পূণ্য স্নান করে গংগায় 
আবার লাগামহীন ঘোড়ায় চড়ে বসবে 
আরেকটা নতুন হৃদপিন্ড জয়ের প্রত্যাশায়।            
            
883 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য