মঙ্গলবার, 23 জুন 2015 11:37

তোমার জন্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এখনো এখানে আছে নদী, 
বয়ে চলে আজ নিরবধী
এখনো সেখানে জাগে চর , 
আশা নিয়ে বাঁধে এই ঘর|
এখনো ভাঙে নদীর কুল,
তবু ভাঙেনা তোমার ভুল|

এখনো আকাশে উঠে চাঁদ
আজো ঘুমহীন কাটে রাত
এখনো চাঁদে গ্রহন লাগে
আজো চাঁদ মেঘে রয় ঢেকে
এখনো আকাশে উঠে তারা
তোমার কারনে দিশেহারা|

এখনো দুমাসে গড়ে ঋতু
আজো বসন্তের নিই পিছু
হেথা ফাগুনে শিমুল ফোটে
যাহা চাই ভাগ্যে তানা জোটে|

এখনো আসে গ্রীষ্মকাল
প্রভাত হলে হয় সকাল
আজও আষাঢ়ে ভরে নদী
বাই তরী তুমি আস যদি|

আজো শরতের কাশ ফুলে
তোমায় খুজি নিজের ভুলে
ভাদ্রের এরোদে তালপাকে
তুমি কি পেয়েছ খুজে তাকে?

এখনো মেতে উঠি নতুনে
ফসল আসে অগ্রাহায়ণে
এখানে নতুনের গন্ধে 
হৃদয় ভরে উঠে নবান্নে|
ঋতু চক্রে আসে হেমন্ত
বেঁচে আছি শুধু জীবন্ত|

হেমন্তের পর আসে শীত
তীব্র শীতে বাঘে গায় গীত
এগীত শুনে তোমায় ভুলে
হেরেছি সব আসল মুলে|

আজো নৌকা পালে লাগে বায়
ঠক ঠক কাপি ঠান্ডায়
আজো ধরেছি নৌকার হাল
নৃত্যে লাগে ঢেউয়ের তাল|

আজো পাগল তোমায় পেতে
বলতে পার তুমি আমাকে
আর কত দুর যেতে হবে?

এসব কিছু তোমার জন্যে|            
            
726 বার পড়া হয়েছে
শেয়ার করুন
স্বপন শর্মা

স্বপন কুমার শর্মা লেখালেখিতে এসে শুধু স্বপন শর্মা নামে পরিচিত। ১৯৮৩ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর (আশ্বিণ ২৭, ১৩৯০ বঙ্গাব্দ) বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে জন্মগ্রহণ করেন স্বপন শর্মা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী (বি. এস. এস.) পাশ। পিতা ধনীরাম শর্মা ও মাতা নমিতা বালা শর্মা'র দ্বিতীয় সন্তান স্বপন শর্মা। ছোটবেলা থেকে লেখালেখি স্বভাবসুলভ শখ। তার লেখা প্রকাশ হয় বিভিন্ন লিটলম্যাগ সহ স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা সাহিত্য পাতা সহ ভারতীয় কিছু বাংলা পত্রিকায়ও শিশুতোষ ছড়ার পাশাপাশি কিশোর কবিতা গল্প ও সমকালীন ছড়া এবং সম্পাদকীয় কলাম লিখেন। সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সাহিত্য সম্মাননা স্বারক-২০১৯ অর্জন করেন তিনি। সাংগঠনিক কাজে আন্তরিক হলেও শারীরিক কারণে দ্বায়িত্ব পালনে নিতান্তই অপারগ। তবু বিভিন্ন সাহিত্য সংঠনের সঙ্গে সম্পৃক্ত। লেখকের প্রকাশিত গ্রন্থঃ "ছড়া চিত্তে গীতি নৃত্যে" ছড়া গ্রন্থ প্রকাশ পায় ২০২০ এ ২১ শে ফেব্রুয়ারী গ্রন্থ মেলায়।

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.