বুধবার, 24 জুন 2015 00:12

শূন্য খাতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
আমার এক হাতে কষ্ট আর অন্য হাতে সুখ ।
কোনটা দেবো তোমায় ?
আমার এই হৃদয়ে প্রেম আর মুখে জ্বালাবার রুপ ।
কি ভাবে চিনবে আমায় ?

তুমি কি আমার প্রেম নিবে ?
এই শোন প্রশ্ন করি তোমায় ,
যদি চাও প্রেম তবে কষ্ট খুঁজতে হবে ।
যদি দেখ স্বপ্ন তবে যে সুখ তুমি পাবে
কি চাই তোমার বল কি চাই ,
আমার মাঝে সুখ নাকি আমার ক্ষণিকের কষ্ট ?

আমি যে এখন শূন্য হৃদয় নিয়ে বসে আছি,
সুখ আমার চোখে মরীচিকা ।
আমার হৃদয় ছাই হয়ে আছে
বেদনা আর জ্বালা যন্ত্রণার আগুনে
এখন আমার কষ্টের দিন চাইলে আমায় পাবে
তবে তুমি সুখী , সুখ চায় তোমার মন
প্রশ্ন করি তোমায়
এতো কষ্টের মাঝে আমি তোমায় সুখ দেবো কি ভাবে ?

আমার সুখ যার ললাটে ছিল সেতো হারিয়ে গেছে
প্রশ্ন করি তোমায় ,
তার সুখ কি আমি তোমায় দিতে পারি ?
তার জন্য আমার এই হৃদয় যে এখনো অপেক্ষার প্রহর গুনছে ।

আমি কেমন করে বলি তোমায় আজ এই রাতে
তুমি তো বসে আছো অপেক্ষায়,
বাসর শয্যায় কল্পনা তোমার দু চোখে
মায়ায় মায়ায় মায়াবী হয়ে আছে ।

আমি যে ভুলতে পারিনা তারে
দু চোখ ভরে শুধু তারি কল্পনা ভেসে আসে ,
এখন আমার ক্ষত দেহ ভালবাসা হারিয়ে গেছে।

শোন প্রশ্ন করি তোমায়
এখন তুমি বল কি চাও তুমি ,
সুখ নাকি আমার মাঝে বয়ে যাওয়া কষ্টের ভাগ ।
যদি চাও সুখ তবে তুমি ও হারিয়ে যাও
আর কষ্ট নিলে পাবেনা কাছে আমায়
মন যে আমার এখন চলে তারি খোঁজে ।

a
783 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.