শুক্রবার, 26 জুন 2015 02:56

বাবা তুমি আসবা না

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বাবা আমি আজো বসে আছি, 
তোমারি অপেক্ষায়।
বাবা আমি আজো তাকিয়ে আছি,
তুমি আসবে বলে এই পথে ।

বাবা , বাবা মাঝে মাঝে আমার না ,
তোমার উপর রাগ করতে ইচ্ছে হয়,
কতদিন হয়ে গেল তোমাকে দেখিনা ।

বাবা জানো ,
আমি এবার প্রথম হয়ে দ্বিতীয় শ্রেণীতে উঠেছি,
তুমি আসলে তোমাকে নিয়ে স্কুলে যাবো।
আমি আমার বন্ধুদের বলে দিয়েছি
আমার বাবা আমার সাথে আসবে।
তুমি চলে আসো বাবা ।

(হাতে রাখা ছবিটি
ওর চোখের পানিতে ভিজে আছে ,
হঠাৎ তাকিয়ে বলে ওঠে )

ইস বাবার চোখে জল !
বাবা তুমি কাঁদছ ?
আমার লক্ষী বাবা কেদনা
বুঝেছি তুমি কেন কাঁদছ,
আমি আসতে বলেছি,
তার জন্য তুমি কাঁদছ।

থাক; আমি আর বলবো না ,
আমার কেউ নেই !
আমি একা ,
আমাকে দেখতে আশার দরকার নেই ।

বাবা তুমি বলতো, তুমি আসবা না ?
তা হলে আমি কাল থেকে
আর ইস্কুলে যাবোনা
তোমার সাথে আমার আড়ি ।

(ছেলেটি ওর বাবার ছবিটি নিয়ে,
বলতে বলতে ঘুমিয়ে পরেছে ।
হঠাৎ চিৎকার করে ওঠে )

কি মজা বাবা আসবে , বাবা আসবে ।
সকলের চোখে তক্ষণ বইছে অশ্রুর বর্না ।
ছেলেটিতো জানেনা ওর বাবা শহীদ হয়েছে ,
আর ফিরে আসবেনা ।

ওর মায়ের কাছে গিয়ে আনন্দে বলছে,
মা, বাবা আমাকে বলেছে আসবে ,
(হঠাৎ দেখলো ওর মায়ের চোখে পানি ,
থোমকে গেলো ছেলেটি!
কাছে গিয়ে করুন কন্ঠে বললো)

মা , মা , সত্যি বাবা আসবে না ?
903 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

এই বিভাগে আরো: « চোখ তানকা »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.