আমার পাঁজরের এক একটি হাড় দিয়ে সাজিয়েছি পরাজেয়র মালা। ------ এই মালা গাঁথতে গাঁথতে আমি একদিন শেষ হবো কিন্তু তোমার রাজপ্রাসাদের সামনে কখনোই যাব না পরাজয়ের মিছিল নিয়ে। গ্রীষ্মের কাছে আমি বসন্তের পরাজয় দেখেছি ; দেখেছি বসন্তের কান্না হয়ে শুকনো পুষ্প ঝরে যেতে তবুও পাঁচ ঋতুর শেষে বসন্ত আবার ফুল হয়ে ফুটেছে। পুরুষের কাছে অসহায় নারীকে আমি পরাজয় স্বীকার করতে দেখেছি, সেই নারীকেই আবার দেখেছি মাতৃত্ব'এ জয়ী হতে। কষ্টের কাছে আমি কান্নার পরাজয় দেখেছি অশ্রু হয়ে অঝরে ঝরে যেতে তবুও সেই চোখ সৌন্দর্যে অবাক হেসেছে। পরাজয় মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় পরাজয় মানে আবার নতুন করে শুরু হওয়া ------- পরাজিত হতে হতে একদিন আমি জয়ী হবো! ------------------------- নিউটন বালা ৯ জুন, ২০১৫ (ইউনিভার্সিটি /প্যারাসাইটোলজি ক্লাস)
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ

নিউটন বালা
আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।
নিউটন বালা এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 01 জুলাই 2015 10:14 লিখেছেন হুমায়ুন আবিদ
অসম্ভব ভাল লিখেছেন ধন্যবাদ আপনাকে
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 30 জুন 2015 15:10 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
পরাজয় মানে ফের নতুন করে শুরু করা
প্রেরণ মূলক কাব্য
বেশ সুন্দর। - মন্তব্যের লিঙ্ক
সোমবার, 29 জুন 2015 00:06 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
ভালো লেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা নিরন্তর
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 28 জুন 2015 20:08 লিখেছেন সুজন হোসাইন
দারুণ লিখেছেন ভাইয়া।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.