এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 28 জুন 2015 14:35

পরাজয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আমার পাঁজরের এক একটি হাড় দিয়ে
সাজিয়েছি পরাজেয়র মালা। ------
এই মালা গাঁথতে গাঁথতে আমি একদিন শেষ হবো 
কিন্তু তোমার রাজপ্রাসাদের সামনে
কখনোই যাব না পরাজয়ের মিছিল নিয়ে।

গ্রীষ্মের কাছে আমি বসন্তের পরাজয় দেখেছি ;
দেখেছি বসন্তের কান্না হয়ে শুকনো পুষ্প ঝরে যেতে 
তবুও পাঁচ ঋতুর শেষে বসন্ত আবার ফুল হয়ে ফুটেছে।

পুরুষের কাছে অসহায় নারীকে আমি
পরাজয় স্বীকার করতে দেখেছি,
সেই নারীকেই আবার দেখেছি মাতৃত্ব'এ জয়ী হতে।

কষ্টের কাছে আমি কান্নার পরাজয় দেখেছি
অশ্রু হয়ে অঝরে ঝরে যেতে 
তবুও সেই চোখ সৌন্দর্যে অবাক হেসেছে।
পরাজয় মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়
পরাজয় মানে আবার নতুন করে শুরু হওয়া -------
পরাজিত হতে হতে একদিন আমি জয়ী হবো! 
-------------------------
নিউটন বালা
৯ জুন, ২০১৫ (ইউনিভার্সিটি /প্যারাসাইটোলজি ক্লাস)            
            
892 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 28 জুন 2015 14:38
শেয়ার করুন
নিউটন বালা

আমি নিউটন বালা। জন্মস্থানঃ কলকাতা,ভারত (ইন্ডিয়া)।আমি একজন মেডিকেল ছাত্র।আমার খুব ছোটবেলাতেই কবিতায় হাতে খড়ি। কবিতা আমার খুব প্রিয়। কারণ মনের অব্যক্ত কথাগুলো কেবলমাত্র কবিতার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। এমন খুব কম বাঙালি আছে যারা প্রথম প্রেমে পড়ে দু 'লাইন কবিতা লেখার চেষ্টা করেনি। কবিতা লেখার পাশাপাশি আমি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি।আশা করি আপনারা আমার কবিতা পড়বেন ও সঠিক মন্তব্য করবেন। আমি জানি বাঙলাদেশের তরুন তরুনীরা অনেক বেশি সাহিত্য সচেতন।।

নিউটন বালা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য