সোমবার, 29 জুন 2015 07:52

ভালবাসার বৃষ্টি সুখ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                সুখে আছি বন্ধু অনেক সুখে
জীবনের বন্ধুর পথগুলো পেরিয়ে
একটা উষ্ঠ চুম্বন পরীক্ষায় ব্যর্থ হয়ে
অনেক সুখে আছি বন্ধু অনেক সুখে।
মনে পড়ে বন্ধু জীবন থেকে হারিয়ে যাওয়া 
সেই দিনগুলির কথা
যখন তুমি আমি পাশাপাশি ছিলাম
ছিলাম কপোত কপোতীর মতোন।
কত দিন আমরা দুজন একই পথে হেটেছি 
জীবনের স্বপ্ন বুনেছি বেহিসাবে
জীবনটাকে উপভোগ করেছি
রমনা, সোহরাওয়ার্দী,বোটানিক্যাল গার্ডেনের 
নিরব বিজনতায় চোখে চোখ রেখে
হাতে হাত রেখে।
কেউ ছিলনা সাথে তুমি ছিলে 
আর ছিল প্রকৃতির মতোন সুন্দর ভালবাসা।
তার পর সময়ের নিষ্ঠুরতায় স্বার্থের গন্ধে
ফুল, পাখি ভালবাসারা হারিয়ে গেল অজানায়
তুমিও বদলে গেলে প্রকৃতির মতোন
হারিয়ে গেলে সুখের কোন এক অধ্যায়ে
শুধু রেখে গেলে স্মৃতি আর বিস্মৃতির কবিতাগুলো।
এখন প্যারালাইসিস দেহে শুধু স্মৃতির ক্ষত
কত দিন চলে গেছে বন্ধু জীবন থেকে 
আজ ইচ্ছে  হয় জীবনের সব কিছুর হিসেব কষতে
পাই পাই করে দেখতে কেন কোন সে কারণে 
আমার এই একাকীত্ব নির্বাসিত জীবন।
জানো বন্ধু কারো মনে কোন দুখ নেই 
শুধু সুখ আর সুখ
পদ্মার মতোন সুখ মেঘনার মতোন সুখ
প্রশান্ত মহা সাগরের মতোন সুখ।
শুধু আমিই একটু ভিন্নতায় রয়ে গেলাম
ভালবাসার বৃষ্টি সুখ নিয়ে।
আজ সব কিছু বদলে গেছে বন্ধু 
সেই চেনা পথ সেই ভাবনা সেই বিজন পার্ক
কেমন জানি অকাব্যিকতায় ভরে গেছে
হয়তো তুমিও তাদের মতো বদলে গেছ।
এখন চেনা পথের ব্যবহার আর কেউ করেনা
শুধু বিকল্প আর বিকল্প।
কিন্তু শুধু আমি বয়সের সৌখিনতায় 
স্মৃতির পান্ডুলিপি নিয়ে সেই পথে হাটছি।
আজ কেন জানি মনে হয় বন্ধু
বুকের ভিতরের আবেগের টিকটিকিটা
স্বার্থ সংগমের সান্নিধ্য ছাড়া ভিন্ন কিছু নয়।            
            
1684 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 29 জুন 2015 08:00
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

8 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.