তোমার ঐ কাল চুলে, এসো খোঁপা বেঁধে দেই,
যেনো সাদা গোলাপটি দিতে পারি ঐ চুলের ভাঁজে
তোমারই খোপায় এসো বকুল ফুলের মালা দিয়ে দেই
যেনো গোলাপের মাঝে ফুটে তোলে,
রুপের মাঝে ঝলসে উঠে যেমন ফুলের পরশ।
বাতাসের দিকে মুখ করে তুমি আমি দুজন বসবো
সেই দিঘির পাড়ে যেখানে তোমার আমার কেটেছিলো
ভালবাসার কিছু সময়, তুমি কত ভয় পেতে আমায়
তারপরেও জয় করেছি তোমার হৃদয়।
আজ আমাদের জীবনে কত সুখ
দুঃখ যা ছিল মনে হয় শেষ করেছি
শৈশবের দিঘির পানিতে সাঁতারকেটে।
এই পূর্ণিমা রাতে এসে বস আমারি পাশে
তোমার ঐ কেশে খোঁপা বেঁধে দেই।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ

মোঃ খোরশেদ আলম
ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু
মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা
2 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:03 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
ভালো হয়েছে, সুন্দর লিখেছেন। এগিয়ে যান।
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 11:58 লিখেছেন মহ মনিরুজ্জামান
Valo Hoye6e. Valo Laglo. Ki6u Banan Vul A6e Edit Kore Neben.
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.