এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 08 জুলাই 2015 10:25

চিরকুট

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গেলাম তবে, 
আবার হবে 
অন্য শুভ ক্ষণে, 
তোমার পথে 
অপেক্ষাতে 
পুড়বো মনে মনে। 
প্রভাত সাঁঝে 
ভাবনা ভাঁজে 
ও মুখ ছবি গেঁথে। 
চষবো ধরা, 
চন্দ্র- তারা 
তৃষ্ণাতুরা চিতে। 
যেমনি ভাবে 
লাইলী খা'বে 
মজনু নিতি ফিদা, 
পদ্মা প্রতি 
রত্ন- মতি, 
কৃষ্ণ মনে রাধা। 
হাফিজ পুড়ে 
শরাব ধরে 
শাখীনাবাত প্রেমে, 
তেমনি দূরে 
আমিও ঘোরে 
মজবো প্রতি দমে। 
ভাগ্য কবে 
মিলিয়ে দেবে? 
সঠিক জানিনেকো, 
শুধুই বলি, 
এবার চলি 
সে তক ভালো থেকো।            
            
779 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

3 মন্তব্য