এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 08 জুলাই 2015 22:10

তবুও স্বপ্ন দেখে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তবুও স্বপ্ন দেখে
---
--------সুজন হোসাইন
---
নগ্ন পৃথিবীর উদয়াস্ত গহ্বরে
শকুন চিলের অভয়ারণ্য----
উদ্ভট পথিকের আনাগোনায় মুখর
নগরের চার পাশ ।
বর্জ্য আবর্জনার গলিত ধ্বংস স্তূপের
নিচ থেকে কিছু ছিন্নমূলের স্বপ্নের বীজ
অঙ্কুরের অপেক্ষায় দিন গোনে ।
হামাগুঁড়ি দিয়ে উঠতে চায় ব্যস্ত
নগরের নিয়ন আলোর সভ্য পথে ।
এ যেন এক যুদ্ধ কংকালসার প্রাণীর
অবহেলা আর ঘৃণার হিংস্রাত্বক ছোবল
থেকে সুষ্ঠ ভাবে বেঁচে থাকার যুদ্ধ ।
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি -----
এ যুদ্ধ কি শুধুই যুদ্ধ ---?
নাকি কুকুরের সাথে যুদ্ধ পচা
আবর্জনার স্তূপে একমুঠো এঁটো
খাবারের ----!নাকি একটি নতুন
পরিচ্ছদের আবরণে দেহকে সজ্জিত
করার যুদ্ধ--- না অন্য কিছু---?
তারপর ও ওরা স্বপ্ন দেখে -----
জোছনা কুমারীর শীতল গায়ে
কুয়াশার নরম চাঁদর পরে গা এলিয়ে
দিয়ে নীল নক্ষত্রের নিচে ।
দূর থেকে দেখলে মনে হয়
বসুধারা বড় অসহায় হয়ে গেছে ।
ফুটপাতের ধারে জীর্ণ শরীরের
আবরণ খুলে বেমালুম ঘুমিয়ে
স্বপ্ন দেখে ওরা পরম সুখে ।
গাঢ় অন্ধকারে পেঁচা ডাহুকের
সোনালী চোখের মতন ঝিলমিল
করা একটি নতুন পোশাকের;
এক মুঠো ভালো খাবারের ।
অত:পর;বিলীন হয়ে যায়
সেই স্বপ্ন পুবের রক্তিম সূর্যে ।
---
06/07/15            
            
748 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য