এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 09 জুলাই 2015 13:34

কেন এমন হলো?

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                দীর্ঘ অদেখার পর হঠাৎ করে তোমার সাথে দেখা
আগ্রহের তীব্রতায় জিজ্ঞেস করলাম কেমন আছ?
প্রতিউত্তরে শুধু বললে ভাল আছি।
কুশল বিনিময়ের সামান্যতম ভদ্রতা টুকুও করলেনা?
কেমন জানি বদলে গেছ।
তোমার মাঝে নেই আগের সেই  উচ্ছ্বলতা
নেই অসাধারণ সব খুনসুড়িঁ।
কেমন জানি দীর্ঘ বিষণ্ণতার আবরণে আবদ্ধ তুমি?
তবে কী সুখী হতে পারনি?
পারনি সুখের প্রজ্জ্বোল জ্বালতে?
কিন্তু কেন এমন হলো ?
আমিতো প্রণয়ের সুরে, সুখে কিংবা দুঃখে
জীবন ক্যাম্পাসে, হৃদয়ও মন্দিরে
তোমাকে চেয়েছিনু দেবী রূপে। 
তোমার ভালবাসার কোমল হাতদুটি ধরে 
এই পৃথিবীর সমান্তরাল পথে
হাঁটতে চেয়েছিনু যুগ-যুগান্তর,
সব কটা স্বপ্নকে সাঁজাতে চেয়েছিনু 
ভালবাসার বর্ণমালার মতোন।
কিন্তু তুমিইতো গহীন সাগরের অভিমানী ঢেউ হয়ে
স্বার্থের লিপ্সায় অন্ধ হয়ে
আমার হৃদয়ে আঁকা ভালবাসার কারুকাজে 
কলংকের কালি ছুড়েছ বার বার
আর শুল্কপক্ষ রাত্রির মুক্তমালার অংঙ্গীকার ভংঙ্গ করে 
আমার স্বপ্নীল মাধুর্য্য মাখা ভালবাসার দুয়ার থেকে 
উধাও হয়ে গেলে চিরদিনের জন্য।
কিন্তু আমিতো এমনটি কস্মিনকালেও চাইনী 
চাইনী একটি কাননের দুটি ফুলের
সুখের মিতালী ভরা আয়োজন ব্যর্থ 
হওয়ার জন্য কাঁদতে? 
আমিতো প্রত্যাশিত মনে ভালবাসার সুরে
শুধু তোমাকে চেয়েছি নারী, শুধু তোমাকে চেযেছি?
অথচ যেই তুমি একদিন আমার কবি মনে 
হৃদয়ের ছুঁয়াই সুরের বসন্ত মুখুরিত করেছিলে? 
যেই তুমি একদিন আমার জীবন মাঝে 
সুখের বৃষ্টি হয়ে কাঁপা ঠুঠে হেসেছিলে?
সেই তোমার আর আমার মধ্যে আজ কত ব্যবধান।
কিন্তু কেন এমন হলো ? কেন?            
            
1242 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 11 জুলাই 2015 06:42
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য