রবিবার, 12 জুলাই 2015 12:51

আর কত কাল খুঁজবো তোমায়

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                আর কত পথ চলবো আমি
আর কত কাল খুঁজবো তোমায়। 
সেই কবে থেকে পৃথিবীর পথ ধরে
মহাদেশ হতে মহাসাগর, 
উত্তর মেরু হতে দক্ষিন মেরু 
হৃদয়ের ভোল্টেজ শত গুণ বাড়িয়ে 
তন্ন তন্ন করে খুঁজেছি তোমায়
এ বিশ্ব জগৎময়।
তবু তোমাকে পাইনী
তোমকে খুঁজতে খুঁজতে 
হাজার মাইল দীর্ঘ সেতু
পাড়ি দিয়েছি ক্লান্তিহীন ভাবে।
নাবালক হাড্ডিতে 
যন্ত্রনার আগুন জ্বলেছে বারবার
ক্লান্তির ভাইরাস 
সমান্তরাল পথ অবরোধ করে
জন্ম দিয়েছে কত বিকলাঙ্গ ভালবাসার
তবুও তোমাকে খুঁজেছি নিজস্ব ভুমিকায়।
তোমকে খুঁজতে, খুঁজতে
সময় সেতু লোকে বয়সী ক্লান্তির ভারে 
বিলীন হয়ে গেছে স্বপ্নময় অধ্যয় গুলি।
তবুও অস্থিত্বের মাঝে লোকায়িত বীজটিকে
কতদিন প্রয়োজনের আবরণে ঢেকে রেখেছি
ভেবেছি হয়তো কোন এক নক্ষত্রভরা রাতে
আবার নিঃশ্বাসে পাবো ভালবাসার অক্সিজেন
সমাপ্তির অধ্যয়ে জমা হয়ে যাবে প্রতিক্ষার সূত্রগুলো।
সেই বিশ্বাসে শত কষ্টের সেশনজট মাথায় নিয়ে
আদি ভুমিতে ফেলে আসা 
মধ্যে যুগীয় বর্বর উপখ্যান থেকে শুরু করে
স্বপ্নীল বর্তমান পর্যন্ত তোমাকে খুঁজেছি।
তবুও তোমাকে পাইনি।
তোমাকে পাবো বলে
স্বপ্ন ভরা সময়ের পথ ধরে
হিমালয়ের চুড়া হতে শুরু করে
নিজস্ব দেখা মানচিত্র পর্যন্ত
আত্নপ্রত্যয়ের কারফিউ ভংঙ্গ করে
জীবন গাড়ি চালিয়েছি স্বগতিতে।
এমনকি সময় কাটানো 
পড়ার টেবিল হতে শুরু করে
ক্যাম্পাস, করিডোর, সর্ব উদ্যানের
সন্দেহ ভরা পাতায় পাতায়
ভাবনার সৈসন্য পাঠিয়ে খুঁজেছি তোমায়।
তবুও তোমাকে পাইনি 
আর কত পথ চলবো আমি
আর কত কাল খুঁজবো তোমায়।            
            
1035 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.