এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 19 জুলাই 2015 09:57

তোমারি দানে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                পূর্ণ করেই দিয়েছো 
আমারে
অপূর্ণ রাখোনি একবিন্দু।

আমি চেয়েছি যদিও 
একফোটা জল 
দিয়েছো এ ভরা সিন্ধু। 

তুমি সৃজন করলে 
আমারি তরে
গগনজরা সূরজ,ইন্দু।

আমি ঘুরতে চাইলাম
এ ধরাধামে
দিলে তুমি মহাবিশ্ব।

আমি শিখতে না চাইলেও
করেছো মোরে
তোমারি আপন শিষ্য।

আঁখি মেলি দেখি সব
বিশ্বমাঝারে
করোনি মোরে নিঃস্ব।

তোমারি দানের সংসারে 
দিলে কী যে
মায়াময় অটুট বন্ধন।

তুমি করোনি ব্যথিত 
কখনো মোরে
করতে দেওনি ক্রন্দন।

তুমি রাখলে আমায়
সুবাসিত করে
সুগন্ধি আঁতর চন্দন।

কত বাঁধন ছিঁড়েছি তোমার
প্রতিবার,
অবিরল অবিরত।

তুমি ক্ষমিয়েছো মোরে
না চাইতে ক্ষমা 
বারবার শতশত।

কুসুমের মতো মোরে
উশুমে রাখলে
শতভাগ অনাহত।

কি করে দিবো প্রতিদান
তোমারি?
এ হীনে দাও গো বলিয়া।

নইলে আমি ছাড়খার হব
পুড়িব 
জ্বলা আগুনে জ্বলিয়া।

তুমি দিওনা আমায়
কখনো সখা
অতল সাগরে ফেলিয়া।

(কবিতাটির প্রতি 
স্তবকে আছে ১৯ মাত্র)            
            
650 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা