এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 21 জুলাই 2015 06:40

কলমিলতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কলমিলতা
---
-------সুজন হোসাইন
---
কলমি লতা কোথায় থাকো কোথায়
তোমার বাস
সকাল থেকে সন্ধ্যা যায় তোমায় করে চাষ
কলা ফুলের নলক দিবো;কানে বাবলা ফুল
কদম কেয়ায় সাজাবো যে; তোমার কালো
চুল
জোনাক ফুলে রাত সাজাবো তোমার মনের
উঠোনে
তোমায় দেখে চাঁদ লুকাবে কালো মেঘের বনে
তোমায় নিয়ে সুখ কুড়াবো দিবারাত্র ভর
এমনি করে যাক না কেটে জনম জনম ভর ।
----
20/07/15            
            
979 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য