এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 23 জুলাই 2015 06:54

ঈদের খুশি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                চাঁদ উঠেছে দূর আকাশে
দিয়ে বাঁকা হাসি,
তাইতো আজি সবার মনে
উঠল বেজে খুঁশি।
অানন্দের সেই বাজনা বাঁজে
সবার ঘরে ঈদ,
ধনী-গরিব একই সুরে
গাইছে খুঁশির গীত।
সব পাড়াতে আপন জনের
লেগে আছে ভীড়,
দূরদূরান্ত পড়ি দিয়ে
ভরছে তাঁরা নীড়।
আজকে তাঁরা সবাই মিলে
সুখ দেব সব সবার ভাগে
হিংসা গুলো করে দিয়ে ত্যাগ,
বলবে সবাই কঠিন সুরে
দুঃখের সেই কানটা টেনে
যা না এবার ভাগ।            
            
599 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য