এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 27 জুলাই 2015 09:02

দানবীর

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ভিক্ষা নিবি তো....
লজ্জ্বা করে লাভ কি আর বল,
কিছু কথা বলব আমি শুনবি চল।
আরে বেটা!
আমি কি আর ওদের মতো মারি লাথি,
তোরাইতো আমার দুঃখের দিনের সুখের সাথি।
মনটা আমার নয়রে কিন্তু কালার কালো,
ওদের থেকে মনটা আমার ব্যাপক ভালো।
তোদের যখন বলে ওরা কুটু কথা,
আমার খুব লাগে তখন মনে ব্যথা।
তবে বাপু....
ভাবখানা তোর একে বারে রাজার রাজা,
দেখলে ভাবি লাথি মেরে ভাঙ্গি মাজা।
এমন বেশে ভিক্ষা দেবে কোন সে শালা,
মাজার পরে দেব লাথি জলদি পালা।            
            
861 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

1 মন্তব্য