মঙ্গলবার, 17 ফেব্রুয়ারী 2015 01:30

বাংলা রুপের বর্ণনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                সুজলা সফলা শস্যে শ্যামলা
রূপসী বাংলা মোর
তারি মাঝে আমার কাটে রাত্রি
আসে জীবনের ভোর ।

গাছে গাছে পাখি করে ডাকাডাকি ,
কোকিলের কন্ঠে গান ।
আমারি বাংলার এমন রুপ দেখে,
জুরাবেনা বল কার প্রাণ ?

মাঝে মাঝে মৃদু বাতাস
দেয় কতনা ফুলের সুভাস,
জুরিয়ে আসে প্রান ,
এমনই রুপের লাগি বল কে দিবে না
একটু হলেও বাংলা রুপের বর্ণনা ।

কিষাণের কাছে আছে কি প্রিয় ,
বলো ফসলের মাঠ ছাড়া  ,
তাদেরি জুরিয়েছে প্রান দেখেছিল যারা ।
বাংলার এমন রুপ দেখে হয়েছে দিশেহারা।
1786 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 ফেব্রুয়ারী 2015 11:32
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.