এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 30 জুলাই 2015 08:16

প্রণয়বসত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                প্রণয়বসত
---
--------সুজন হোসাইন
---
প্রখর রৌদ্রের অতল সমুদ্র সাঁতিরিয়ে
ঢের গিয়েছি তোমার পৃথিবীতে----
কমলা হলুদ রঙের নিবিড় সৈকতে
যেইখানে সূর্যালোকিত হয়ে ছিল
সোনালি বিকেলের নরম ঘাস ।
সেখানে ছিল শুধুই তো দুটি নক্ষত্র ।
দোয়েল,শালিকের সাদা পালকের নীড়
দেখাতো হেমন্তের কুয়াশায় বরফের মতন
।----
চালতা ফুলের ঘ্রাণে বিমোহিত ছিল
পাথর নুড়ি বিছানো বিজন পথ ।
যেখানে রোজ-রোজ হতো বাতাসের
কারুকার্যের মেলা -----
রংধনুর সাত রঙের সাথে মিশে নীল
আকাশে ছিল দুজনার প্রণয় বসত !
আজ হঠাত্ করে সূর্যকিরণ উঠে গেছে
দিগন্তের 'পরে----- ।
ক্রমাগত সূর্যে রৌদ্রের ঢেউগুলো
লুপ্ত হয়ে ঢেকে দিয়েছে সেই প্রণয়বসত ---
তোমার পৃথিবীতে রৌদ্র বিচ্ছুরণ হয়ে
অন্ধকার রাত্রির পথে খসে পড়ছে নিভৃতে ।
আজ আর কোথাও নেই;সেই রৌদ্রের নাম
নেই বাতাসের সেই কারুকার্য
নেই আর সূর্যজয়ন্তীর প্রণয় বসত ।
তবুও কেন ফিরে আসি বার বার
তোমার পৃথিবীতে বলতে পারো কি ?
---
27/07/15            
            
674 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য