এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 31 জুলাই 2015 23:08

অপেক্ষা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অপেক্ষা
...........................
আমার দরজা থেকে যে পথ
তোমার বাড়ি গেলো
খোলা রেখেছি নাকের মতো
উষ্ণ নিঃশ্বাস পাই বাতাসে।
তোমার হৃদয় থেকে যে সুড়ঙ্গ
আমার বুক ভেদ করেছে
খোলা রেখেছি নদীর মতো
আসে ভালোবাসার স্রোত।

দু'কান পেতে রাখি পায়ের মৃদু
আওয়াজ পেতে, তুমি আসবে
আমার হৃদয়ের লাল রক্ত দিয়ে
পায়ের আলতা পড়াব।
পূঁজোয় দিবো একশত নীল পদ্ম
একটা চোখ, কলিজার প্রসাদ।

পথে পথে বৃষ্টিস্নাত ফুলের ঘ্রাণ
চাঁদ ফেলেছে জ্যোৎস্না, মৃদু হাওয়া
এ বুকে এসেছে চির বসন্ত
তোমার আগমনে শ্রাবণ ধারা
ধুয়েছে আকাশ।যুগ যুগ ধরে
শুধু তোমার অপেক্ষা,
কখন আসবে তুমি?            
            
991 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 01 আগষ্ট 2015 14:56
শেয়ার করুন
খোরশেদুল আলম

পড়তে ভালো লাগে।

2 মন্তব্য