এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 03 আগষ্ট 2015 21:20

এক যে ছিল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                এক যে ছিল
চিলতে সময়
-------------মরিচিকা।

চকা-চকির
মুক্ত পথে
------------বক্ররেখা।

ভাব সাগরে
ভাবের তরী
---------যেমন ছিল।

কেমন করে
কালেরখেয়া
--------ডুবে গেলো।

পদ্ম পাতায়
নড়াচড়া
--------সেই তরলে।

ছবির মতো
মিষ্টি সময়
-------কই হারালে।

একটি মুখের
একটি ছবি
-------রবির মতো।

রইল কেনো
মনের কোণে
----------অনাগত?

এক যে ছিলো
চিলতে সময়
--------হারিয়েছি!

আর পাবোনা
তবু এ হাত
-------বাড়িয়েছি।

একটি সময়
চকা-চকির
-----চিলতে ছিল।

রাহুর বাহুর
তীব্র থাবায়
---থেতলে গেলো।

(ছন্দ-স্বরবৃত্ত
পর্ববিন্যাস ৪+৪+৪=১২ মাত্রা)            
            
957 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

1 মন্তব্য