এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 04 আগষ্ট 2015 01:34

লাল শাড়ির অপ্সরী-১১ (এগারতম)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আজ বহুদিন পর
আমার কানে আসছে ভেসে তোমার কণ্ঠস্বর
অনেক কথাই বলছো হেসে ভাসছে কানে সব
তুমি আছো আমার পাশে করছি অনুভব
দুচোখ বুঁজে চলে গেছি সেই যে প্রথম ক্ষণে
বারান্দাতে পাশাপাশি রয়েছি দুইজনে
যাচ্ছো তুমি আমার সাথে অনেক কথা বলে
চোখে চোখে হচ্ছে মিলন একটু প্রেমের ছলে।

আমার পাশে আছো তুমি লাল শাড়িতে পরী
চাইছে এ মন তোমার দুহাত একটু করে ধরি
তোমার কথা যাচ্ছি শুনে কইনি কথা কোনো 
বলছি কথা মনে মনে, হৃদয় কানে শোনো 
বুঝতে যদি পারো তবে আমার কাছে আসো
খুব বেশি নয় একটুখানি আমায় ভালোবাসো।

হাসছো আবার তুমি!
এই দেখোনা কেমন করে কাঁপছে হৃদয়-ভুমি
রয়েছি আমি তোমার দিকে চেয়ে অনেক্ষণ 
বারে বারে কেমন যেন হচ্ছে উদাস মন
দেখছি তোমার চন্দ্র মুখের জোসনা ঝড়া হাসি
আসো প্রিয়া আমরা দুজন মেঘের সাথে ভাসি।            
            
1995 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

7 মন্তব্য