এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 09 আগষ্ট 2015 08:58

মানবতা গুমরে কাঁদে

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                মানবতা গুমরে কাঁদে
---
--------সুজন হোসাইন
---
বাংলার পথে ঘাটে পান্তরে পান্তরে
ঢের আগেই নেমেছে অপারাহ্ণ;.....
জলের কিনারে রক্তাত্ত সবুজ ঘাসে
বিকেলের একচিলতে রৌদ্র হাসে ।
উত্তেজিত না হয়ে দেখে ক্লান্ত জনগণ
চর্মচক্ষস্থির--হৃদয়ঙ্গম করার শক্তি
হয়েছে হরণ ।
কোথাও শান্তি নেই ;নেই কোনো
উদ্দীপ্তিত্ত
অন্তহীন মৃত্যুর খেলায় নেই কারোর
দ্বিরুক্তি ...।
মৃতের আতঙ্কে আজ নিরীহ নিরাশ্রয়......
নিরুত্কীর্ণ মাঠে চলেছে সূর্যাস্তের পথে ।
বায়ান্ন,ঊনোসত্তর,একাত্তর সেই থেকে
অবধি......
অপমৃত্যু,নৈরাজ্য,নৃশংসতায় ছেয়ে গেছে
অন্ধকার রাত্রি ।
তবুও মিথ্যে হয় মৃতের দেহ ছাড়া নরকংকাল
.....
ভ্রান্তিবিলাসে আচ্ছন্ন নীল সাগেরর
উত্তাল ।
মৃতের স্রোতে ভোরের সূর্য আজ
অস্তগামী পথে ...
রক্তের স্তূপের চাপায় মানবতা শুধু আজ
গুমরে কাঁদে ।
---
08/08/15            
            
857 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য